শুরুর তোপ সামলে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপের মুখে পড়লেও ইফতিখার আহমেদ ও শাদাব খানের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে পাকিস্তান।
আজ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের গ্রুপ টু-এর ম্যাচে খেলছে দুদল।
মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মোহাম্মদ হারিস। অভিষেকেই তিনি ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। হারিস-বাবর জুটি ভাঙলে বিপদে পড়ে পাকিস্তান।
১০০ রানের আগে ৫ উইকেট হারানো পাকিস্তানের জন্য সম্মানজনক পুঁজি এনে দেন ইফতিখার আহমেদ আর শাদাব খান।
দুজনের জোড়া ফিফটিতে ভর করে পাকিস্তানও পায় ৮ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ।