ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আরব আমিরাতকে হারিয়ে জয়ে ফিরল শ্রীলঙ্কা


১৯ অক্টোবর ২০২২ ০৬:১১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে জয় পেল শ্রীলঙ্কা।

নামিবিয়ার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করে শ্রীলঙ্কা। কার্তিক মেয়াপ্পনের হ্যাটট্রিকে আজও আরব আমিরাতের বিপক্ষে চোখে সরষে ফুল দেখেছিল শ্রীলঙ্কা।

তবে সেই বিপদ সামলে ১৫২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় দাসুন শানাকার দল।

লঙ্কান বোলিং তোপে ১৫৩ তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। আর এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের।’