অঘটনের পর এবার দুঃসংবাদের শিকার শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমদিনেই আইসিসির সহযোগী ক্রিকেট দেশ নামিবিয়ার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
বিশ্বকাপের মঞ্চে অঘটনের শিকার হওয়ার দিনে আরেকটি দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। দলটির বিশ্বকাপ
স্কোয়াডে থাকা বাঁহাতি পেসার দিলশান মাধুশানাকা চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।
আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাধুশানাকা চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তার জায়গায় বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে বিনুরা ফার্নান্দোকে সুযোগ দেওয়া হচ্ছে।’