ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শ্রীলংকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়


১৭ অক্টোবর ২০২২ ০১:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো লংকানদের হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া।

আজ রোববার গিলংয়ে প্রথমে ব্যাট করতে নামা নামিবিয়া শুরুতে বিপদে পড়লেও জান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিটের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের ভালো সংগ্রহ পায়।

জবাবে ১৬৪ রানের লক্ষ্যে নামিবিয়ান বোলারদের তোপে এক ওভার বাকি থাকতে ১০৮ রানে গুটিয়ে যায় লংকানরা।

নামিবিয়ার বোলারদের মধ্যে ডেভিড ভিসে, বার্নার্ড স্কোল্টজ, বেন শিকঙ্গো ও জান ফ্রাইলিঙ্ক দুটি করে উইকেট দখল করেন।

লংকান বোলার প্রমোদ মদুশান ২টি উইকেট লাভ করেন।

ব্যাটে-বলে দারুণ খেলে ম্যাচ সেরা হন জান ফ্রাইলিঙ্ক।