ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


খোঁচা দিলেন সাকিব!


১৬ অক্টোবর ২০২২ ০১:২৮

২৮ নভেম্বর ২০০৬, প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ। সেই থেকে সময়ের হিসাবে প্রায় ১৬ বছর ঘনিয়ে গেছে। বাংলাদেশও টি-টোয়েন্টিতে ম্যাচ খেলে ফেলেছে ১৪৫টি। তবে এই লম্বা সময়ে এবং এত ম্যাচ খেলার মাঝেও কখনও অস্ট্রেলিয়ার মাটিতে এই ফরম্যাটে খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের।

অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ দিয়ে অজিদের মাঠে ক্ষুদ্রতর ফরম্যাটে খেলতে নামবে বাংলাদেশ। এ বিষয়েই বিশ্বকাপের মঞ্চে একটি প্রচ্ছন্ন খোঁচা দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (১৫ অক্টোবর) বিশ্বকাপের ১৬ দলের অধিনায়ককে নিয়ে মেলবোর্নের রিজেন্ট থিয়েটার বলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।

সেখানেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ বছর পার করার পরও অজিদের মাটিতে খেলার সুযোগ না পাওয়া নিয়ে কথা বলেন সাকিব।

টাইগার অধিনায়কের ভাষ্যে, আমাদের দলের বেশির ভাগই নতুন। তাদের জন্য দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। আমরা সবাই অবশ্য এবার অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব।

টাইগার অধিনায়কের মুখে এমন উত্তর শুনে বিস্ময় প্রকাশ করেছেন অনুষ্ঠানের সঞ্চালক। তখন সাকিব উত্তরে বলেন, হ্যাঁ, যদিও আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছি ১৫ বছর ধরে।

নিজেদের মাটিতে বাংলাদেশকে খেলার জন্য আমন্ত্রণ করতে দেখা যায়নি অজি ক্রিকেট বোর্ডকে। দেশটিতে ২০০৩ সালে প্রথম পূর্ণ সফর করে বাংলাদেশ। তবে তখনও টি-টোয়েন্টির জমানাই শুরু হয়নি। পরবর্তীতে ২০০৮ সালে দেশটিতে সফর করলেও সেবার শুধু ওয়ানডে খেলেছিল দুই দল। আর সর্বশেষ ২০১৫ এর ওয়ানডে বিশ্বকাপে অজিদের মাটিতে খেলা হয়েছিল টাইগারদের।

এফটিপি অনুযায়ী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এরপর খেলতে যাবে ২০২৭ সালে। ফলে সাকিবের খোঁচাটা কী অজি ক্রিকেট বোর্ড নাকি আইসিসির প্রতি ছিল, বলা মুশকিল।