কিউইদের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের দেয়া ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের আগ্রাসী ব্যাটিং এবং ডেভন কনওয়ের কার্যকরী ইনিংসে ১৬.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি পায় পাকিস্তান।
অপরদিকে, ১৩১ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাউন্ডারির চেয়ে ওভার বাউন্ডারির দিকেই বেশি মনোযোগ দেন ফিন অ্যালেন। ১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬২ রান করেন এই ডানহাতি ব্যাটার। পাকিস্তানকে ১০ উইকেটে পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়ে এই হার্ড হিটারকে আউট করেন শাদাব খান। অন্যপ্রান্তে অপরাজিত থেকে ৪৯ রান করা ডেভন কনওয়ে মাঠ ছাড়েন দলকে জিতিয়ে।