ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


স্ট্রিট ফুড বিক্রি করছেন সাকিব!


১৬ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৭

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বিজ্ঞাপন মার্কেটটা বেশ বড়। তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি করেন দেশি-বিদেশি নানান প্রতিষ্ঠান। এবার নতুন একটি বিজ্ঞাপনে চমক দেখাবেন তিনি।

এবার স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায় হাজির হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাকিবের একটি ছবি প্রকাশ পেয়েছে। তবে প্রথম নজরে তাকে চেনা দায়। কারণ, এমন লুকে সাকিবকে আগে কেউ দেখেননি।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার পাশের দোকানের খাবার পরিবেশন করছেন সাকিব। তার গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, এক হাতে খাবার, অন্য হাতে সসের বোতল।

এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য না পাওয়া গেলেও নির্মাতা আদনান আল রাজীব গণমাধ্যমকে জানান, এটি একটি বিজ্ঞাপনের ছবি। সাকিবকে নিয়ে মোট তিনটি কাজ করেছি। প্রথমটি সবাই দেখেছেন। সেখানে বাস কন্ডাক্টর হিসেবে তিনি হাজির হয়েছেন। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর আরেকটি ক্যারেক্টার দেখবেন। সেখানেও সারপ্রাইজ আছে।