ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলে বাংলাদেশেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতো: পাপন


১৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৪

গ্রুপ পর্বে লঙ্কানদের বিরুদ্ধে জয় পেলে এশিয়া কাপে বাংলাদেশেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতো বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানান , শ্রীলঙ্কার কাছে আমরা যদি সেই ম্যাচটা জিততাম, তাহলে আমাদেরও সুযোগ আসতে পারতো। মাঠের পারফরমেন্স ক্রিকেটারদের ওপর নির্ভর করে। কিন্তু বাংলাদেশ দল খুবই ভালো।

ক্রিকেট খেলায় সুযোগের সদ্ব্যবহার করতে হবে উল্লেখ করে পাপন বলেন, শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান ক্যাচ মিস করেছে। আমরা ক্যাচ মিস করেছি। ছোট ছোট ভুলগুলো আমরা যত দিন পর্যন্ত ঠিক করতে না পারব, তত দিন পর্যন্ত এ রকম অবস্থা থাকবে।

দুবাইয়ে অন্য সব দেশের বোর্ডের সভাপতিদের সঙ্গে গ্যালারিতে এশিয়া কাপ ফাইনাল উপভোগ করতে দেখা গেছে বিসিবিকে সভাপতিকে। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন নাজমুল হাসান পাপন।