“উর্বশীকে আমি চিনিই না” নাসিম শাহ!

“প্রেম তো দূরে থাক, বলিউডের নায়িকা উর্বশীকে আমি চিনিই না” বলিউডের নায়িকা উর্বশী রাউতেলাকে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানি পেস সেনসেশান নাসিম শাহ।
সম্প্রতি,এশিয়া কাপে ২৮ আগস্ট প্রথমবারের মতো মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বলিউডের নায়িকা উর্বশী রাউতেলা। গ্যালারিতে উপস্থিত এই নায়িকা ইনস্টাগ্রামের জন্য কিছু রিল তৈরি করেন। যেখানে বেশ কয়েকবার পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের উপস্থিতি ছিল। সেই রিলে উর্বশী আতিফ আসলামের রোমান্টিক গান ‘কই তুঝকো না মুঝসে চুরা লে’ ব্যাকগ্রাউন্ডে বাজছিল।
এরপর থেকে গুঞ্জন ওঠে পাকিস্তানি এই পেস সেনসেশনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে উর্বশীর।
সম্প্রতি নাসিম শাহকে উর্বশীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে হেসে ওঠেন এই পাকিস্তানি ক্রিকেটার।
এরপর তিনি বলেন, ‘জানি না কে এসব কথা বলছে। আর আমি হাসতেছি কারণ, উর্বশী রাউতেলা কে সেটাই তো আমি জানি না। কে কি জন্য এই ভিডিও দিয়েছে সেটিও আমি জানি না।’