যেকোনো ব্যাটিং লাইনআপ আমাদের বিরুদ্ধে বিপদে পড়বে: শানাকা

যেকোনো ব্যাটিং লাইনআপ আমাদের বিরুদ্ধে বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
তিনি বলেন, রান করার জন্য অবশ্যই লড়াই করতে হবে। ফাইনালের আগে কাজ করার কিছু জিনিস বাকি আছে এখনও। এক্সট্রা রান যত কম দেয়া যায় সেদিকে চেষ্টা থাকবে।
এছাড়া তিনি বলেন, ম্যাচের শুরুতে ফাস্ট বোলারদের লাইন লেংথ ঠিক রাখার ব্যাপারেও সচেষ্ট থাকা জরুরি। ফাইনালে শুরুতেই উইকেট পেয়ে গেলে আমাদের জন্য খুবই ভালো হবে।
উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনাল আগের আনুষ্ঠানিক ম্যাচে গতকাল (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটের অনায়াস জয় পেয়েছেন শ্রীলঙ্কারা।