ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন দুঃসংবাদ শুনল ভারত


৭ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৩

চোটের মিছিল লম্বা হচ্ছে এশিয়া কাপের দলগুলোর। এই তালিকায় এবার যুক্ত হলেন ভারতীয় পেসার আবেশ খান। তার আগে চোটে পড়ে দল থেকে বাদ পড়েন অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার পর হিন্দুস্থান টাইমসের অনলাইন সংস্করণ জানিয়েছে দল থেকে ছিটকে পড়েছেন আবেশ খান। তার বদলে বাকি ম্যাচগুলোর জন্য দলে নেওয়া হয়েছে দীপক চাহারকে।

গত রোববার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দলের কোচ রাহুল দ্রাবিড় জানান আবেশ খানের জ্বর হয়েছে। তবে শেষ পর্যন্ত ভারতীয় এই পেসার ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘আবেশের জ্বর আছে। জ্বরের পর আবেশের সাইনাসের সমস্যাও বেড়েছে। তাই সে আর এশিয়া কাপে খেলতে পারবে না। দীপক চাহার যেহেতু সংযুক্ত আরব আমিতেই আছে তাই তাকে মূল দলে নেওয়া হবে।’

হংকংয়ের বিপক্ষে চার ওভারে ৫৩ রান দেওয়ার পর দলে আবেশের সুযোগ পাওয়া নিয়েও ওঠে প্রশ্ন। তার আগে পাকিস্তানের বিপক্ষে ১৯ রান দিলেও নেন ১টি উইকেট। তবে চোটের ধরন কেমন সেটা এখনও নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।