ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


৩-৩ গোলে ড্র বার্সেলোনা-ম্যান সিটির ম্যাচ


২৬ আগস্ট ২০২২ ০০:৪৯

৩-৩ গোলে ড্র হয়েছে বার্সেলোনা- ম্যানচেস্টার সিটির প্রীতি ম্যাচ। পেপ গার্দিওলার প্রত্যাবর্তনের ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টির সুবাদে হার এড়িয়েছে ম্যান সিটি।

ক্যাম্প নুতে আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজের গোলে ২১ মিনিটের প্রথম লিড নেয় ম্যানসিটি। তবে গোল হজমের ৮ মিনিট পরেই সমতায় ফেরে বার্সা। স্কোর শিটে নাম তোলেন অবামেয়াং।

দ্বিতীয়ার্ধে লিড নেয় বার্সা, ৬৬ মিনিটে ডান মিডফিল্ডার ডি ইয়ং সিটির জালে বল জড়ান। ৭০ মিনিটে কোল পামার গোলে আবার সমতায় ফেরে সিটিজেনরা। ৭৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে বার্সা এগিয়ে গেলেও শেষ মুহূর্তের পেনাল্টি পায় গার্দিওলার দল।

সুযোগ কাজে লাগিয়ে ম্যানচেস্টারের দলটিকে সমতায় ফেরান উইঙ্গার রিয়াদ মাহরেজ। ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।