ডমিঙ্গোর মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি

“বাংলাদেশে ক্রিকেটারদের চিন্তার স্বাধীনতা দেয়া হয় না। সারাক্ষণ রাখা হয় ধমকের ওপর।” রাসেল ডমিঙ্গোর এমন মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি।
টি-টোয়েন্টিতে রাসেল ডমিঙ্গোর দর্শনে সন্তুষ্ট নয় বিসিবি। রাসেল ডমিঙ্গোকে বাদ দিয়ে কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পাওয়া শ্রীধরন শ্রীরামের হাতে। এশিয়া কাপে শ্রীরামের তত্ত্বাবধানে খেলবে বাংলাদেশ। ডমিঙ্গো ছুটি নিয়ে চলে গেছেন নিজ দেশ সাউথ আফ্রিকায়।
এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, কেন এমন মন্তব্য করেছেন ডমিঙ্গো তা তার কাছে জানতে চাওয়া হবে।
তিনি আরও জানান, ‘এটি আসলে শোকজ নয়, আমরা জানতে চাইব। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করার পরই পরে ডমিঙ্গোর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেবে বিসিবি সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে ডমিঙ্গোর। চুক্তি থাকা অবস্থায় বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেছেন ডমিঙ্গো।