ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ


৮ অক্টোবর ২০১৮ ০৮:০৩

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। দুর্দান্ত লড়াইয়ে ১-০ গোলে ম্যাচ নিজেদের করে নেয় লাল সবুজের মেয়েরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন মাসুরা পারভীন। ম্যাচের ৪৯তম মিনিটে দারুণ শটে প্রতিপক্ষের জালে বলটি পাঠান তিনি।

গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপাল দুই দলই ছিল ‘বি’ গ্রুপে ছিল। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৭-০ গোলে ও নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা।

অন্যদিকে, গ্রুপ পর্বে পাকিস্তানকে ১২-০ গোলে হারানোর পর বাংলাদেশের কাছে ২-১ গোলে হারে নেপাল। দলটি গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে ওঠে। এরপর ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে নেপালের মেয়েরা।

এসএ