জোড়া আঘাতে ২ সেঞ্চুরিয়ানকে বিদায় করলেন তাসকিন
 
                                উইকেটে বোলারদের জন্য কিছুই নেই-কথাটা পাল্লেকেলে টেস্টের প্রথমদিন থেকেই বলছেন ক্রিকেটাররা। সময় পার হওয়ার সঙ্গে যেখানে বোলারদের সুযোগ পাওয়ার কথা সেখানে ব্যাটসম্যানদের জন্যই যেন সুবিধা বাড়ছে।
চতুর্থদিনে স্বাগতিক শ্রীলংকার কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে তিন উইকেটেই ৫১২ রান তুলে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
তবে এমন ম্যারমেরে উইকেটে শুরুতেই সাফল্য এনে দিলেন পেসার তাসকিন। যেখানে গতকাল সারাদিন কোনো উইকেটে নিতে পারেননি। আজ পর পর ওভারে দুটি উইকেট ফেলে দিলেন তিনি।
প্রথমে ডাবল সেঞ্চুরির পথে যেতে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরালেন তিনি। পরের ওভারে ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে।
১৫৩.৪ ওভারে একটু দেরিতে ব্যাট চালালেন ধনঞ্জয়া। তার আগেই বল সরাসরি স্ট্যাম্প ভেঙে দেয় তার।
সমাপ্তি ঘটে ধনঞ্জয়ার ২৮৮ বলে ১৬৬ রানের ইনিংসের। সমাপ্তি ঘরে ৩৪৫ রানের পার্টনারশিপের।
নিজের পরের ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরান আড়াইশর পথে হাঁটা লঙ্কান অধিনায়ককে। তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে থামে করুণারত্নের ব্যাট।
আউট হওয়ার আগে ৪৩৭ বলে ২৪৪ রানের দীর্ঘ এক ইনিংস খেলেছেন দিমুথ করুণারত্নে।
এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪৭। অর্থাৎ লিড নেওয়ার পথে স্বাগতিকরা।
দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে দারুণ লাইন-লেন্থে বোলিং করছেন তাসকিন।
এমন ব্যাটিং উইকেটে কীভাবে বল করতে হবে সে কথা গতকালই জানিয়েছিলেন তাসকিন। বলেছিলেন, পাল্লেকেলেতে সিমাররা সুবিধা পাচ্ছে না। উইকেটে, টার্ন, বাউন্স, সিম তেমন দেখা মিলছে না। এই উইকেটে ভালো জায়গায় নিয়মিত বল করে যেতে হবে।
আর সেই পরিকল্পনা নিয়ে পঞ্চমদিনের প্রথম সেশনেই দুর্দান্ত দুই সাফল্য পেলেন তাসকিন। ফিরিয়ে দিলেন লংকানদের দুই সর্বোচ্চ রান সংগ্রাহককে।

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            