‘মাশরাফি ভাইকে বলবো আমাকে ওপেনিংয়ে নামানোর কথা’

এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন টাইগার ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। ওই ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই তিনি ছিকটে পড়েন। তামিমের অভাব পূরণ করতে এশিয়া কাপে বার বার ওপেনিংয়ে পরিবর্তন এসেছে। কিন্তু কোনও কাজই হয়নি। বার বার ব্যর্থ হয়েছে ওপেনিং করতে আসা ব্যাটসম্যানরা। ওপেনিং জুটির সমস্যা বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের। এক প্রান্ত আগলে রেখে তামিম রান করলেও অন্য প্রান্ত যেন মুড়ির মতো পড়তে থাকে।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশ্ন করা হয়েছিল, ‘ওপেনিংয়ে মাহমুদউল্লাহ আসতে পারেন কিনা’ এমন প্রশ্নের উত্তরে তিনি মজার ছলেই বলেন মাশরাফি ভাইকে বলবো।
মাহমুদউল্লাহ হেসে বলেন, ‘সত্যি কথা বলতে ক্যারিয়ারের শুরু থেকেই আমি কখনও ওপেনিংয়ে ব্যাট করিনি। অনুশীলনেও ওপেনিংয়ে চেষ্টা করা হয়নি। আপনারা যখন আমাকে নিয়ে ওপেনিংয়ের কথা ভাবছেন, আমি এই ব্যাপারটা মাশরাফি ভাইকে বলবো। তিনি যেন আমাকে ওপেনিংয়ে নামানোর বিষয়টি দেখেন। শুধু মাশরাফি ভাইকে বললে হবে না। সাকিবকেও বলতে হবে, যেহেতু ও আমাদের টেস্ট ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন (হেসে)’।
অনুষ্ঠানে ‘মাহমুদউল্লাহ রিয়াদ অন হট সিট’ নামক সেগমেন্টে সাধারণ দর্শকের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এই টাইগার অলরাউন্ডার।
অন্য এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি আসলে নিজেকে ব্যাটিং অলরাউন্ডার ভাবি। আর মিডল অর্ডারে ব্যাটিং করার পর থেকে ওভাবে বোলিং অনুশীলনটাও করা হয়ে ওঠেনা। তবে হ্যা, বোলিং করাটা আমি খুব এনজয় করি।’