ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


আলাভেসের কাছে রিয়ালের হার


৭ অক্টোবর ২০১৮ ২০:৩০

দুর্দশা এখন স্প্যানিশ জায়ান্ট দল রিয়াল মাদ্রিদের নিত্যদিনের সঙ্গী। সব ধরনের প্রতিযোগিতায় গত চার ম্যাচে জয়শূন্য হুলেন লোপেতেগির শিষ্যরা। সর্বশেষ লা লিগার ম্যাচে তো দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ১-০ গোলে হেরেই গেল রিয়াল! এই মিলে চার ম্যাচে কোনো গোল করতে পারেনি রিয়াল।

শনিবার (০৭ অক্টোবর) আলাভেসের মাঠে খেলতে গিয়ে ম্যাচে দাপট দেখালেও শেষ মুহূর্তে গোল হজম করে আরেকটি হতাশা নিয়ে মাঠ ছাড়েতে হয় রিয়ালকে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আলাভেসের হয়ে গোলটি করেন মানু গার্সিয়া।

রিয়ালের বিপক্ষে ২০০০ সালের পর প্রথমবার জয় পেল আলাভেস। আর ঘরের মাঠে লা লিগার ম্যাচে তো সেই ১৯৩১ সালের পর গ্যালাকটিকোদের বিপক্ষে প্রথম জয়।

এদিন শুরুটা অবশ্য রিয়াল আক্রমণ দিয়েই করে। এমনকি পুরো ম্যাচে আধিপত্য বিস্তারও করে তারা। যেখানে বল পজিশন লস ব্ল্যাঙ্কসদের ছিল ৭০ শতাংশ। এছাড়া প্রতিপক্ষের জালে ৬টি শটও করেছে। তবে সব পরিসংখ্যান ভুল প্রমাণ করে শেষ হাসিটা স্বাগতিকরাই হাসে।

লিগে ৮ ম্যাচ খেলে ৪ জয় ২ হার ও সমান ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর এ ম্যাচ জিতে ৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আলাভেস।

আইএমটি