ফের লজ্জা দিলো মেয়েরা

বাংলাদেশ ক্রিকেটকে আবারও লজ্জায় ডুবাল মেয়েরা। চট্টগ্রামের কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ৪ ম্যাচের টি-২০ সিরিজের শেষটিতে পাকিস্তনের বিপক্ষে ৭৭ রানে অল আউট বাংলাদেশ। রুমানা আহমেদ দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন। এছাড়া ১৪ রান এসেছে ফাহিমা খাতুনের ব্যাট থেকে। পাকিস্তানের বোলার নাতালিয়া পারভেজ ৩টি উইকেট নেন মাত্র ২০ রান দিয়ে, ডায়ানা বেগ ও সানা মির দুইটি করে উইকেট শিকার করেন।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাত্র ৭টি রান স্কোরবোর্ডে যোগ হতেই ওপেনার শামিমা সুলতানাকে তুলে নেন পাক বোলার। শামিমা ৪ রানে ফেরেন পেসার নাটালিয়া পারভাইজের বলে। তার ক্যাচটি ধরেন আলিয়া রিয়াজ।
এরপর ২ রান করা আয়েশা রহমানকেও আউট করে টাইগ্রেসদের বিপদে ফেলেন এই পেসার। গত কয়েক ম্যাচের মত এই ম্যাচেও টপ অর্ডার ব্যাটসম্যানদের মত মিডেল অর্ডার ব্যাটসম্যানরাও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন।
টপ অর্ডারের কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পা দিতে পারেননি। তবে রুমানা আহমেদের ব্যাটে দলীয় পঞ্চাশ পার করে টাইগ্রেসরা। কিন্তু রুমানা ২৪ রান করে সানা মিরকে উইকেট ছুঁড়ে দিলে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল।
বাংলাদেশ: ৭৭/১০ (২০ ওভার), রুমানা আহমেদ ২৪