সাফের ফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ফাইনাল ম্যাচটি হবে আগামী ৭ অক্টোবর।
শুক্রবার (৫ অক্টোবর) ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে রাতে শুরু হয় ম্যাচটি।
ম্যাচের প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচটি শুরু হতে না হতেই প্রতিপক্ষের জালে বল জড়ায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের কোনো থেকে জোরালো শটে বল জালে পাঠান সানজিদা আখতার।
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও প্রতিপক্ষের জালে বল পাঠায় বাংলাদেশ। (৪৫+৩) মিনিটে গোলটি করেন মিশরাত জাহান মৌসুমী। বিরতির পর ৬০তম মিনিটে কৃষ্ণা রাণী গোল করে ব্যবধান ৩-০ করেন। ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন শামসুন্নাহার। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৭-০ গোলে ও নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আর গ্রুপ রানার আপ হয়ে শেষ চারে ওঠে স্বাগতিক ভুটান।
এসএ