ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


কি ঘটছে সাকিবের ভাগ্যে


২২ মার্চ ২০২১ ০৬:৩৬

সংগৃহিত

মাঠে থাকলেও আলোচনা, না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান। দেশ সেরা এই অল-রাউন্ডার কখন কী করেন সেটা বোঝার ক্ষমতা যেন কারোরই নেই।

এই যেমন দেশের হয়ে টেস্ট ম্যাচ না খেলে সিদ্ধান্ত নিয়েছেন আইপিএলে খেলার। এ নিয়ে অনেক সমালোচনা, সেটার রেষ শেষ হতে না হতেই নতুন বিতর্ক।

শনিবার এক সাক্ষাতকারে সাকিব বোর্ড কর্মকর্তাদের নাম উল্লেখ করে তাদের কর্ম পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন। যেখানে সাকিব বলেন, আইপিএলে খেলতে যাবার জন্য যে চিঠি দেয়া হয় বোর্ড পরিচালক আকরাম খানে নিকট, সেটি তিনি পড়েই দেখেননি। না পড়েই সমালোচনায় মেতেছে।

তার জবাবে বিসিবি এখনও কিছু না বললেও রোববার সন্ধ্যায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন আকরাম খান, নাইমুর রহমানসহ বোর্ড কর্মকর্তারা।

বৈঠক শেষে আকরাম খান জানান, সাকিবের আইপিএলে খেলার অনুমতির পুনর্বিবেচনা করা হবে।

'সাকিব যেহেতু বলেছে ও টেস্ট খেলতে চায়, আমরা ওর এনওসি (ছাড়পত্র) নিয়ে ভাবব।'

তবে বোর্ডের চুক্তিতে থাকাকালীন কোনো খেলোয়াড় বোর্ড কর্তাদের নিয়ে এভাবে প্রশ্ন তুলতে পারেন কী না এ নিয়ে প্রশ্ন করা হলে আকরাম খান বলেন, না।

‘আমরা যখন বিশ-ত্রিশ হাজার টাকা পেতাম তখনও কিন্তু আমরা চুক্তিতে সই করেছি। আমরাও খেলোয়াড় ছিলা, আমরা কখনও এভাবে বলিনি। এটা নিয়ে বোর্ড মিটিংয়ে এই ব্যাপারটা নিয়েও সিদ্ধান্ত নিব।’