ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


'আমার ছেলে এখন দেশের সবার সন্তান'


৬ অক্টোবর ২০১৮ ০৪:২৭

আজ বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন। ৩৫ পেরিয়ে ৩৬ বছর এ পা রাখলেন নড়াইল এক্সপ্রেস। ছেলের জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মা হামিদা মুর্তজা ও বাবা গোলাম মুর্তজা স্বপন।

ঘটা করে কখনই নিজের জন্মদিন পালন করেন না মাশরাফি। তবে নড়াইলে স্থানীয় কয়েকজন ভক্ত মিলে প্রিয় এই মানুষটার জন্মদিন পালন করবে। ৫ অক্টোবর বিকেল ৫টায় নড়াইল শহর সরকারী প্রাইমারী স্কুল মাঠে কেক কাটা হবে। সন্ধ্যায় ৩৬টি ফানুস উড়িয়ে এই আয়োজন করবে ভক্তরা।

১৯৮৩ সালের এই দিনে নানার বাড়িতে জন্মগ্রহন করেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইলবাসীর কাছে যিনি কৌশিক নামে পরিচিত। বাল্যকালে অত্যন্ত দূরন্ত এই কিশোর বন্ধুদের নিয়েই দিন কাটাতেন, গাছ থেকে পড়ে যাওয়া,হাত ভাঙ্গা আর দোতলা থেকে পড়ে যাওয়ার মতো ঘটনা তার দুরন্তপানার চিহ্ন। বাল্যকালের সেই বন্ধদের নিয়েই সময় কাটান এখনো তাদের সুখে দুঃখে পাশে থাকেন। মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন খেলোয়াড়ী জীবনের বাইরে।

মাশরাফির টাকায় চিকিৎসা এবং পড়ালেখা করে ডজন খানেক ছাত্র। বন্ধুদের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাদের বোনের বিয়ে, আয়ের ব্যবস্থা করতে খরচ করেছেন খেলোয়াড়ী জীবনে আয় করা বড় অংশ। নড়াইলে ফুটবল, ক্রিকেট আর ভলিবলের জন্য ৪ বছর মেয়াদী কোর্সের ব্যবস্থা করেছেন। নিজে উদ্যোগে গড়ে তুলছেন জিম। দেশের জন্য এবং নিজ এলাকা নড়াইলের উন্নয়নের সম্প্রতি গড়ে তুলেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। যা মানবতার কল্যানে কাজ করছে।

নিজেকে দেশের জন্য বিলিয়ে দিয়ে বিরল এই ক্রিকেট প্রতিভার আত্মত্যাগের কারণে বাংলাদেশের ক্রিকেট আজ এই পর্যায়ে আর দেশের সর্বকালের সেরা খেলোয়াড় এই মাশরাফি, তার জন্মদিনে কোটি ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে শুভেচ্ছায় সিক্ত করছেন তাকে।

জন্মদিনের অনুষ্ঠান পালনের উদ্যোক্তা ভক্ত মো.রাসেল বিল্লাহ বলেন, তরুণদের আইকন মাশরাফির জন্ম হওয়ায় দেশের ক্রীড়াঙ্গন আজ এই পর্যায়ে। আমরা প্রত্যেকে খেলোয়াড় হতে না পারলেও ভাইয়ের মতো মানবিক গুণসম্পন্ন মানুষ হতে চাই।

বড়ছেলে মাশরাফির জন্মদিনে মা হামিদা মুর্তজা বলেন, 'আমার ছেলে এখন দেশের সকলের সন্তান। ও এত কষ্ট করে খেলে দেশের সুনাম অক্ষুন্ন রাখছে, আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন, দেশবাসীর কাছে আমার মাশরাফির জন্য দোয়া চাই।'

আরকেএইচ