ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


টাইগ্রেসদের দুঃস্বপ্ন পাকিস্তান


৬ অক্টোবর ২০১৮ ০৩:০০

একের পর এক ম্যাচ জিতেই চলেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী এশিয়া কাপ জয়। আয়ারল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে টাইগ্রেসরা। এবার ঘরের মাঠে সাফল্যের ধারায় ফের ছেদ পড়ল সালমাদের। দুঃস্বপ্ন এবার পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে হেরেই চলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচ বৃষ্টি বাধায় মাঠেই গড়ায়নি, দ্বিতীয়টিতে বৃষ্টি আইনে ৫৮ রানে হার, আজ তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজই খুইয়ে ফেলেছেন সালমারা।

শুক্রবার (৫ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩য় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

এদিন টস জিতে ব্যাটিং নেয় অধিনায়ক সালমা খাতুন। রান তোলার গতি খুবই ধীর আর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ স্কোর মিডল অর্ডার ব্যাটসম্যান নিগার সুলতানার (১৯)। নিয়মিত বিরতিতে উইকেট পতন আর রান তুলতে ব্যাটসম্যানদের কঠিন লড়াই মিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এদিকে ৮২ রানের টার্গেট ছুঁতে ধীরেসুস্থে ব্যাটিং করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। নাহিদা খাতুনের ৪০ বলে ৩৩ রান অধিনায়ক জাভেইরা খানের ৩৭ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস দুটিই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

৪ ম্যাচ সিরিজে এই নিয়ে এক পরিত্যক্ত ম্যাচ আর টানা দুই পরাজয় মিলিয়ে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছেন সালমা-রুমানারা। আগামী শনিবার (৬ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এসএ