ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নতুনসময় পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিন ক্যাপ্টেন


৬ অক্টোবর ২০১৮ ০০:০৭

শুরুটা এত সহজ ছিলো না, দুই পায়ে ৭ বার অপারেশন হয়েছে। কিন্তু থামাতে পারেনি কিছুই। সাহসীকতার সেই নামই হলো মাশরাফি বিন মুর্তাজা। যেমনই প্রতিভা, তেমনই ব্যক্তিত্ব। অসামান্য এক প্রতিভাধর ক্রিকেটার তিনি।

নড়াইলের চিত্রা নদীতে সাঁতরে বেড়ানো সেই দুরন্ত কৌশিক এখন বাংলাদেশ ক্রিকেটের আইকন। এই আইকনের আজ শুভ জন্মদিন।

তাই নতুনসময় পরিবারের পক্ষথেকে রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। বেঁচে থাকো তুমি। বড় হও! অনেক বড়!! এই শুভ দিনটি উম্মোচন করুক তোমার জীবনের নবদিগন্ত। নতুনসময় নিউজরুম থেকে সবাই যেন এমনটাই কামনা করছে আইকনের জন্য।

১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তবে শুধু মাশরাফিরই নয়, মজার বিষয় হলো ছেলে সাহেলের জন্মও একই দিনে।

আর এদিকে ক্রিকেট প্রেমিরা সবসময় দেখে আসছে তার ছোঁয়ায় একের পর এক হাতের মুঠোয় ধরা দিতে থাকলো সাফল্য। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিকে টেনে নামিয়েছেন মাটিতে। বাংলাদেশ দলকে উঠিয়েছেন নতুন উচ্চতায়।

আরআইএস

(এই ক্যাপ্টেনের শুভ জন্মদিনের ভিডিও দেখতে ক্লিক করুন)