ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দেড় দিনেই শেষ টেস্ট, বিশাল জয় ভারতের


২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৪

সংগৃহিত

ঢাকঢোল পিটিয়ে খুব আয়োজন করে শুরু হয়েছিল গোলাপি বলে ভারত-ইংল্যান্ডের দিবারাত্রির টেস্ট। কারণ টেস্টটি দিয়েই অভিষেক ঘটেছে আহমেদাবাদে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের।

আর পাঁচ দিনের সেই টেস্ট শেষ হয়ে গেল মাত্র দেড় দিনে! এমন টেস্টও কেউ এর আগে কখনও দেখেছে কিনা তা প্রশ্নের দাবি রাখে।

ইতিহাস বলছে, ১৯৩৫ সালের পর এটিই সবচেয়ে কম সময়ে শেষ হওয়া কোনো টেস্ট ম্যাচ।

এমন ক্ষণস্থায়ী টেস্টের একমাত্র কারণ– দুদলের ইনিংসেই মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ে যাওয়া।

বুধবার শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে অক্ষর প্যাটেলের স্পিনবিষে নীল হয়ে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ রান আসে ওপেনার জ্যাক ক্রলির ব্যাট থেকে, তাও মাত্র ৫৩ রান।

নিজেদের প্রথম ইনিংসে ভারতের অবস্থাও ছিল একই রকম। প্রথম দিন ৯৯ রান করতে ৩ উইকেট হারান কোহলিরা।

দ্বিতীয় দিনে নেমে ২৬ রান যোগ করতেই আরও ৫ উইকেট হারায় ভারত। ভারতের এই দুর্দশার জন্য দায়ী স্লো লেফট আর্ম অর্থডক্স বোলার জ্যাক লিচ ও ডানহাতি অফব্রেক বোলার জো রুট।

সব মিলিয়ে ১৪৫ রানে গুটিয়ে যান স্বাগতিকরা। অর্থাৎ মাত্র ৩৩ রান লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ভারতের স্পিনবিষে নীল ইংল্যান্ড। এবার অক্ষয়ের সঙ্গে সমানতালে যোগ দেন রবিচন্দ্রন অশ্বিন।

অক্ষয়-অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ৩০.৪ ওভারে খতম জো রুটের দল। এক সেশনেরও কম সময়ে ইংল্যান্ড ৮১ রানে অলআউট হয়ে যায়।

অর্থাৎ জয় পেতে মাত্র ৪৯ রান দরকার পড়ে ভারতের, যা কোনো উইকেট না হারিয়ে পার করে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

রোহিত অপরাজিত থাকেন ২৫ রানে আর গিল ১৫ রানে। ১০ উইকেটের বিশাল জয় পায় ভারত।

চার ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-১-এ। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকারে ম্যাচসেরা হয়েছেন স্পিনার অক্ষর প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস ১১২।

ভারত প্রথম ইনিংস- ১৪৫ (রোহিত শর্মা ৬৬, বিরাট কোহলি ২৭, রবিচন্দ্রন অশ্বিন ১৭। জ্যাক লিচ ৪/৫৪, জো রুট ৫/৮)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ৮১ (জো রুট ১৯, বেন স্টোকস ২৫, অলি পোপ ১২। অক্ষর প্যাটেল ৫/৩২, রবিচন্দ্রন অশ্বিন ৪/৪৮)।

ভারত দ্বিতীয় ইনিংস - ৪৯/০ (রোহিত শর্মা ২৫*, শুবমান গিল ১৫*)।

ফল : ভারত ১০ উইকেটে জয়ী।