ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মাশরাফিকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী


৫ অক্টোবর ২০১৮ ০৪:০০

এশিয়া কাপ ২০১৮ এর সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির হাত ধরেই ওয়ানডেতে ব্যাপক সাফল্য পায় টাইগাররা। এদিকে অসুস্থ মাশরাফির জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে গণভবন থেকে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় নড়াইলের লোহাগড়া উপজেলার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় মাশরাফির জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলের জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নড়াইল তো আমার নিজের জায়গা। এখানে তো আমি বহুবার গিয়েছি। আর আপনাদের কাছে তো সবচেয়ে বড় সম্পদ রয়ে গেছে। আমরা ক্রিকেটে কতো ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের। সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের মাশরাফি। আপনারা সবাই তার জন্য দোয়া করেন

মাশরাফি টেস্ট ও ওয়ানডেতে অভিষিক্ত হন ২০০১ সালের নভেম্বরে। ২০০৬ সালে তিনি অভিষিক্ত হন টি-টোয়েন্টি খেলায়। দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করে আসা মাশরাফি বর্তমানে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটেও দলপতির ভূমিকা পালন করেন ‘নড়াইল এক্সপ্রেস’।

৩৪ বছর বয়সী মাশরাফি পায়ে বেশ কয়েকটি অপারেশনের ক্ষত নিয়েই উড়িয়ে যাচ্ছেন লাল-সবুজের পতাকা। তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের ‘দিন বদলের নায়ক’। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত অধিনায়কোচিত ভূমিকার কারণে তাকে ‘ক্যাপ্টেন অব এশিয়া কাপ’ উপাধিও দিয়েছেন পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা।

এছাড়া ভিডিও কনফারেন্সে বরগুনার তালতলী, বাগেরহাটের ফকিরহাট এবং রংপুরের পীরগঞ্জ উপেজলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।

এমএ