ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


৪ অক্টোবর ২০১৮ ২১:৫৮

মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালের ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আজকের ১ম সেমিফাইনাল ম্যাচটি এক অর্থে টাইগারদের জন্য প্রতিশোধের ম্যাচ। আজ বড়দের হারের ক্ষতে ছোটদের মলম দেওয়ার দিন।

ভারতের বিপক্ষে জয়ের জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়। অন্যদিকে ভারতের অনূর্ধ্ব ১৯ দলটিও বড়দের মতো দাপট দেখাচ্ছে, দলের অন্যতম ব্যাটসম্যান দেবদত্ত পারিকাল এশিয়া কাপ নিয়েই ঘরে ফিরতে চান।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ একাদশ : সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক),প্রান্তিক নাবিল, শামিম হোসেন, আকবর আলি (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম।

আইএমটি