ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রক্ত জমাট বেঁধেছে ম্যাশের উরুতে


৪ অক্টোবর ২০১৮ ০৯:৩১

মাশরাফি বিন মুর্তজা

এশিয়াকাপ বাংলাদেশকে দিয়েছে, শিখিয়েছে, নিয়েছে অনেক কিছু। ইঞ্জুরিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচ স্তম্ভ। তামিম ও সাকিবের আঙ্গুলে, মুশফিকের পিঠে, পাঁজরের ব্যথায় ভূগছেন মাহমুদুল্লাহ। তালিকায় আছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনি অবশ্য ভিন্ন ধাতুতে গড়া। পাকিস্তান ও ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচ তিনি খেলেছেন চোট নিয়েই। আঙুলে ব্যান্ডেজও দেখা গেছে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, মাশরাফি হাতের অনামিকা ও কনিষ্ঠ আঙুলে আঘাত পেয়েছিল। এর মধ্যে কনিষ্ঠা আঙুলের আঘাতটাই বেশি গুরুতর। এটা সারতে ৩ সপ্তাহের মতো সময় লাগে। আমরা আশা করছি সপ্তাহ দুই-একের মধ্যে ও মাঠে ফিরতে পারবে। এছাড়াও ওর ঊরুতে চোট আছে। সেটিও আমরা দেখছি।

বিসিবি চিকিৎসক আরও জানান, ম্যাশের উরুতে বলের আঘাত লেগে রক্ত জমাট বেধে গেছে। তার ভাষায়, ওর পায়ে বলের সরাসরি আঘাত লেগেছিল। এতে ঊরুতে রক্ত জমে যায়। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে যে এটা রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে। তবু এটা আমরা সুনিশ্চিত হতে কাল আরও একটা স্ক্যান করব। তখন নিশ্চিত হওয়া যাবে যে, এটা জমাট বাধা রক্ত নাকি অন্য কিছু। যদি জমাট বাধা রক্ত না হয় তবে সাধারণত দুই-তিন সপ্তাহের মধ্যে শরীরই এটা শুষে নেয়। সেটা না হলে অপারেশন করতে হবে।

এসএ