ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


কাতার-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্ব ৪ ডিসেম্বর


২৬ নভেম্বর ২০২০ ০২:০২

ফাইল ছবি

আগামী ৪ ঠা ডিসেম্বর কাতার ও বাংলাদেশের মধ্যকার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাই এর প্রিলিমিনারী রাউন্ডের ফিরতি ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে ফিফা। সে লক্ষে বর্তমানে বাংলাদেশের জাতীয় দল কাতারে অবস্থান করছে।

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি ম্যাচের আগে স্থানীয় দুটি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আজ বুধবার বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে কাতারের আর্মি ফুটবল টিমের বিপক্ষে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শনিবার কাতারের লুসাইল স্পোর্টস ক্লাব এর বিপক্ষে। ম্যাচ দুটি স্থানীয় সময় বিকাল ৫ টায় আজিজিয়া ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

৪ঠা ডিসেম্বর বাছাই ম্যাচটি কাতারের আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, গত বছর অক্টোবরে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয়েছিলো দুই দলের প্রথম ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশ ২-০ গোলে হারলেও দারুন খেলেছিল এশিয়ান চ্যাম্পিয়ানদের বিপক্ষে।