লজ্জা

এশিয়ারন চ্যাম্পিয়ান বাংলার মেয়েরা আজ পাকিস্তানের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছে। কথা আছে ক্রিকেটে খারাপ দিন আসতেই পারে। সেই খারাপ দিনটিই আজ। ৮৪ বলে লক্ষ্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৮৯ রান। হাতে ছিল ১০ উইকেট। তবে ব্যাট হাতে ক্রিজে নেমে এশিয়ান চ্যাম্পিয়নরা দেখালেন তাড়াহুড়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সালমার দল।
এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী হঠাৎ মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের সামনে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড করেছে বাংলাদেশ। অল্পের জন্য এড়িয়েছে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা।
২, ১, ২, ৬, ২, ০, ৯*, ৩, ০, ০, ২ - এগারো ডিজিট দেখে মোবাইল নম্বর ভাবার সুযোগ নেই, পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটসম্যানদের ব্যক্তিগত সংগ্রহ এটি।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডজনিত সমস্যার কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে দাঁড় করায় ৮৮ রানের সংগ্রহ। জবাবে ১২.৫ ওভারে মাত্র ৩০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। চলতি বছরের আগস্টে নামিবিয়া নারী দলের বিপক্ষে ২৫ রানে অলআউট হয়েছে মোজাম্বিকের নারী ক্রিকেট দল। নারী ক্রিকেটের ইতিহাসে এটিই দলীয় সর্বনিম্ন সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ২৩ রানে নবম উইকেট হারিয়ে এ রেকর্ড নিজেদের করে নেয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।
অলরাউন্ডার রুমানা আহমেদের অপরাজিত ৯ রানের ইনিংস এড়ানো গিয়েছে এ লজ্জা। তবে ৩০ রানে অলআউট হয়ে ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন রানের রেকর্ড ঠিকই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ শুরু থেকেই হারাতে থাকে উইকেট, কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের সংগ্রহ। ফলে হতাশার পরাজয়েই শেষ হয় ম্যাচ।
এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয় পাকিস্তান নারী ক্রিকেট দল।
এসএ