ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের কোচ জেমি ডে


১৫ নভেম্বর ২০২০ ১৭:৫৪

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে ৪১ বছর বয়সী এই কোচের শরীরে এখন পর্যন্ত কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। প্রধান কোচ করোনায় আক্রান্ত হওয়ায় রোববার (১৫ নভেম্বর) সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘ডের করোনা ফল পজিটিভ এসেছে। এই কারণে সকালের অনুশীলন বাতিল হয়েছে। এছাড়া ও বলছিল শরীরটা একটু খারাপ লাগছে। এখন ডে সবার থেকে আলাদাই থাকছে। আমরা আবারও ওর করোনা পরীক্ষা করবো।’

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তার বদলে মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।