কী তাজ্জব ব্যাপার!

ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমারের স্ত্রী নূপুর নাগার। কিন্তু নূপুরকে নিজের স্ত্রী বলে দাবি করলেন ভারতের আরেক তারকা ওপেনার শিখর ধাওয়ানের ছেলে জোরাভার। যা শুনে তাজ্জব বনে যান স্বয়ং ভুবনেশ্বর।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে ভুবনেশ্বর বলেন, ‘আমার স্ত্রী নুপূরের সঙ্গে খেলা করছিলো জোরাভার। তখন আমি জোরাভারকে বলি, (নুপূর) আমার স্ত্রী। ওকে বেশি সমস্যায় ফেলো না।’
কিন্তু জোরাভার উল্টো দিক থেকে বলে ওঠলো, ‘‘এখন নুপূর আমার স্ত্রী। রোববার থেকে নুপূর আবার তোমার স্ত্রী।’’
ঠিক এমন কথা ধাওয়ানের ছেলের মুখ থেকে বেরোতেই 'থ' মেরে গিয়েছিলেন ভুবনেশ্বর। যেন তার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
আরআইএস