ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বিপিএলে নিশ্চিত হলো মাশরাফির দল


৩ অক্টোবর ২০১৮ ০৯:১১

বিপিএলের প্রথম আসরে যাকে কোন দল নিতে চায়নি সদ্য ইঞ্জুরি থেকে ফেরা হবার কারণে। সেই ম্যাশই যে দলেই খেলেছেন টানা শিরোপা এনে দিয়েছেন দল গুলোকে। ঢাকাকে টানা দুইবার, কুমিল্লা ও রংপুরকে একবার ট্রফি এনে দিয়েছেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কাণ্ডারি মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের মতই সফল বিপিএলে। ক্যাপ্টেন ম্যাশকে এবারও দলে রেখেছে রংপুর রাইডার্স। গত মৌসুমে ক্যাপ্টেন ফ্যান্টাসির হাত ধরেই শিরোপা ঘরে তুলেছে রংপুর। শুধু মাশরাফি নয়, দলটি রেখে দিয়েছে ক্রিস গেইল ও নাজমুল অপুকেও।

এদিকে গত বিপিএল শেষ হওয়ার পরেই অবশ্য রংপুর ফ্রাঞ্চাইজি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মাশরাফিকে দলে রেখে দেয়ার ব্যাপারে। অবশেষে সেটাই হলো।

প্লেয়ার রিটেইন এর নিয়ম অনুযায়ী একদল সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে রেখে দিতে পারবে দ্বিতীয় মেয়াদে। এই সুযোগ আর হাতছাড়া না করে রংপুর রাইডার্স আগামী আসরের জন্য রেখে দিয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। সঙ্গে ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু আর মোহাম্মদ মিঠুনকেও রেখেছে দলটি।

এসএ