ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সাফের সেমিতে বাংলাদেশ


৩ অক্টোবর ২০১৮ ০৮:৩৯

অনূর্ধ্ব-১৮ সাফ নারী ফুটবলে নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে লাল-সবুজের তরুণীরা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

মঙ্গলবার (০২ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ দলের হয়ে সিরাত জাহান স্বপ্না ১৬ ও শ্রীমতি কৃষ্ণারানী ৩২ মিনিটে একটি করে গোল করেন। নেপালের হয়ে গোলটি করেন রেশমি কুমারি। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের।

৫ অক্টোবর সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল।

এসএ