ফিফটির পর বল হাতে জ্বলে উঠলেন আশরাফুল

জাতীয় ক্রিকেট লিগ টায়ার-২’এ মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিনে দুর্দান্ত অর্ধশতক হাঁকান মোহাম্মদ আশরাফুল। তারপর বল হাতেও পেয়েছেন সাফল্য।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গতকাল ১ রান অপরাজিত ছিলেন আশরাফুল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে শেষে অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৪৫ রানে। লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৩০তম অর্ধশতক তুলে নেন আশরাফুল। তবে খুব বেশি বড় করতে পারেননি তার ইনিংস। ৫৩ রান শেষ হয় আশরাফুলের ইনিংস। আর ঢাকা মেট্রো থামে ৪২৬ রানে।
ঢাকা মেট্রোর ৪২৬ রানের জবাবে খেলতে নামার পরই সিলেট শিবিরে প্রথম আঘাত হানেন আশরাফুল। তুলে নিয়েছেন পর পর দুই উইকেট।
দলটির ওপেনার খন্দকার সায়েম আলম রিজভিকে আরাফাত সানির হাতে ক্যাচ বানিয়ে ঢাকা মেট্রোর পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনি। পরবর্তীতে ৩৯ রানের মাথায় আরেক ওপেনার শাহনাজ আহমেদকেও সরাসরি বোল্ড করে আউট করেন এই মোহম্মদ আশরাফুল।
আশরাফুলের পাশাপাশি বোলিং ঘূর্ণির ঝলক দেখিয়ে যাচ্ছেন আরেক স্পিনার আরাফাত সানি। এখন পর্যন্ত ১২ ওভার বোলিং করে মাত্র ৩১ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ৮৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো: ৪২৬/১০
সাদমান ১৫৭, মার্শাল আইয়ব ৫০, আশরাফুল ৫৩
এমএ