ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


এটা ধরে রাখতে পারলেন না সৌম্য-সাব্বির


৩ অক্টোবর ২০১৮ ০২:৪২

আগামী ৫ জানুয়ারি বসতে যাচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমানের বিপিএলেও হারাচ্ছেন বড় পদ। আসন্ন বিপিএলে আর ‘আইকন’ হিসেবে তালিকাভুক্ত হিসেবে থাকছেন ঝড় ব্যাটসম্যান। সাব্বিরের পাশাপাশি আইকন তালিকা থেকে বাদ পড়লেন দীর্ঘকালীন বাজে ফর্মে থাকা সৌম্য সরকারও।

সাব্বির-সৌম্যর বাদ পড়ার সুবাদে আইকন তালিকায় প্রমোশন পেয়েছে মোস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাসের।

আইকন তালিকায় যুক্ত হওয়ার কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়তে হলো লিটান কুমার দাসের। কারণ কুমিল্লার আইকনের হিসেবে আছেন তামিম ইকবাল। আর এক দলে দুইজন আইকন থাকার কোনো কারণ দেখছেন না বিপিএল আয়োজক কমিটি। যার কারণে লিটনকে ছাড়া তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন ও শোয়েব মালিককে ধরে রেখেছে নাফিসা কামালের ফ্র্যাঞ্চাইজি।

জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের ষষ্ঠ আসরের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী আগামী বছর জানুয়ারি মাসের ৫ তারিখে মাঠে গড়াবে জমজমাট এ আসর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন নিয়ম যুক্ত হয়েছে। এ নিয়ম অনুযায়ী ষষ্ঠ আসরে দেশি, বিদেশি মিলিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগের আসরের চারজন ক্রিকেটার রেখে দিতে পারবে। রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। সেই অনুযায়ী চিটাগাং ভাইকিংস ছাড়া বাকি সব দলই ইতিমধ্যে রিটেইন খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে।

এমএ