সড়ে দাঁড়াল চিটাগাং ভাইকিংস

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের আসরের অংশ নিচ্ছে না চিটাগাং ভাইকিংস। শেষ মুহুর্তে এসে এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দল চালাতে অপারগতা প্রকাশ করেছে ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ।
সেপ্টেম্বর ৩০ তারিখ ছিল গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। শেষ তারিখেও নিজেদের এই তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে খোঁজ নেয়া হলে বন্দর নগরীর দলটি জানিয়েছে তারা বিপিএলের আসন্ন মৌসুমে খেলতে পারবে না। এ খবরটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুঠোফোনে জালাল ইউনুস বলেন, চিটাগাং ভাইকিংস আসন্ন বিপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে। বিসিবিতে আনুষ্ঠানিক মেইল বার্তায় নিজেদের অপারগতার খবর জানিয়েছে তারা।
এমনিতেই নেই বরিশাল, এবার সরে দাঁড়ালো চিটাগাং। তাহলে বিপিএলের ভবিষ্যৎ কি? কিভাবে পূরণ করা হবে এ শূন্যস্থান? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আমরা গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে বসবো। আলাপ-আলোচনার পরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের কারণে বিপিএল পিছিয়ে ২০১৮ সালের অক্টোবরের পরিবর্তে ২০১৯ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে।
এসএ