বিদ্রুপের শিকার ভারতীয় কোচ

এশিয়াকাপ শেষ হলেও এর রেশ শেষ হয়নি এখনো। ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ জন্ম দিয়েছে অনেক নাটকীয়তার। তারই অংশ ভারতীয় দলের প্রধান কোচের কাণ্ড! ফাইনালের পর থেকেই অনেকের ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন কোচ রবি শাস্ত্রী।
তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে চলছে ভারতীয় সমর্থকদের তুমুল হাসি-তামাশা। ঘটনার সূত্রপাত, এশিয়া কাপের ফাইনালের দিন। বাংলাদেশের দেয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে জয় তুলে নেয়ার পর ধারাভাষ্যকার কেভিন পিটারসেন সাক্ষাৎকার নিতে ডাকেন শাস্ত্রীকে।
টিভি পর্দায় তখন দেখানো হচ্ছিল, পিটারসন ও ভারতীয় কোচের সেই সাক্ষাৎকার। এ সময় শাস্ত্রীকে দেখে মনে হচ্ছিল মদ্যপান করেছেন তিনি। ওই সাক্ষাতকারের একটি স্ক্রিনশট মুহূর্তেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। শুরু হয় তুমুল ঠাট্টা-তামাশা, যা এশিয়া কাপের পর্দা নামার তিনদিন পরও থামেনি। শাস্ত্রীকে মাতাল ভেবেই সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলো ছেয়ে গেছে কাল্পনিক কথোপকথন ও সরস মন্তব্যে।
কেউ কেউ বলছেন, সে সময় পিটারসেন জিজ্ঞেস করেছিলেন, ম্যাচের কোন শটটা সব থেকে ভাল ছিল। জবাবে শাস্ত্রী নাকি বলছেন, ওই যে যেটা রাহুল শেষ বার বানিয়ে দিল। আবার আরেকটি কথোপকথন দেখা যায় এরকম - পিটারসন জিজ্ঞেস করেছেন, কেমন বোধ করছেন শাস্ত্রী? জবাবে ভারতীয় কোচ বলছেন, বমি বমিও লাগছে।
এসএ