বিসিবি কর্মকর্তা করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের করোনা শনাক্ত হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ মে) রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। কয়েক দিন আগে কিছুটা জ্বর অনুভূত হওয়ায় বুধবার (২০ মে) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
শফিউল আলম নাদেলের ঘনিষ্ঠ সিলেট চেম্বারের ভাইস প্রেসিডেন্ট তাহমিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
তাহমিন বলেন, ‘তার জন্য আমরা দোয়া করছি। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।’ এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাসের করোনা আক্রান্তের কথা জানা যায়।