লিটনের শতকে রোহিতদের মাথায় হাত

ফাইনালে বাংলাদেশের পক্ষে কোন উদ্ধোধনী ব্যাটসম্যানের সেরা স্কোরারের নতুন নাম লিটন দাস। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে নিজের শত রানে ক্রিকেট ভক্তদের মনে আবার নিজের নাম নতুন ভাবে লেখাতে সক্ষম হয়েছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম শত রানে সাথে মেহেদী মিরাজের সাথে গড়ে তোলেন ১২০ রানের জুটি। মিরাজের আউটের পর দ্রুত তিন উইকেট পড়ে গেলে বাংলাদেশ চাপে পড়ে। কিন্তু এই চাপের মধ্যেই লিটন প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। লিটন ৮৭ বলে ১০০ রান করেন।
যদিও দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ভারত কিছুটা প্রতিরোধ গোড়ে তুলেতে সক্ষম হয়েছে। মেহেদী মিরাজ ৩২ ও ইমরুল কায়েস ২ রানে সাজ ঘরে ফিরলে লিটনের সাথে জুটি বাধতে মাঠে আসে মুশফিক রহিম।
এমএ