ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


লিটনের ফিফটিতে ঝড়ো গতিতে বাংলাদেশ


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩৯

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ও তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ঝড়ো শুরুতে মাত্র ৭.৪ ওভারেই দলীয় ৫০ ছুঁয়ে ফেলে টাইগাররা। পরে ঝড়ো ব্যাটিংয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন লিটন।

ভারতীয় বোলারদের ওপর চওড়া হয়ে ব্যাটিং করা লিটন দাশ ৩৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির দেখা পান। এ সময় তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বিনা উইকেটে ৭৪ রান করেছে বাংলাদেশ।

এর আগে টাইগারদের ব্যাটিংয়ে চমক দেখিয়ে ওপেনিংয়ে লিটন দাশের সঙ্গে জুটি হয়ে নামেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সর্বশেষ ১৯৯৮ সালে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হয়ে ওপেনার আতাহার আলী খানের সঙ্গে লোয়ারঅর্ডার ব্যাটসম্যান হয়েও ওপেন করেছিলেন মোহাম্মদ রফিক।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রাইডু, ধনি, দীনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র যাদেযা, ভুবেনশ্বর কুমার, কলদীপ যাদব, চাহাল, যাসপ্রিত ভুমরা।

এমএ