ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ফাইনালে আম্পায়ার যারা


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৬

ভারতের সঙ্গে ম্যাচ মানেই আম্পায়ারিং নিয়ে বাড়তি চিন্তা। ম্যাচে আম্পায়ারদের থেকে কিছুটা সুবিধা বরাবরের মতই নিয়ে থাকে ক্রিকেট পরাশক্তির দেশটি। এ নিয়ে সমালোচনা ও আলোচনা কম হয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ হলে এমনিতেই আম্পায়ারিং বিতর্ক লেগে থাকে। তবে সেটা যদি হয় বড় কোন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ তবে তো কথাই নেই। জিততে মরিয়া ভারত। ইতোপূর্বে অনেক ম্যাচে বাংলাদেশের সঙ্গে এমন অনেক ঘটনা টাইগার ভক্তদের মধ্যে এমন চিন্তার জাল তৈরি করেছে।

এশিয়াকাপ ২০১২ ও ২০১৬ সালে ফাইনাল খেলেছে এবার ২০১৮তেও ফাইনালে বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচটিতে আম্পায়ারের ভূমিকায় কে কে থাকছেন।

ফিল্ড আম্পায়ার: দক্ষিণ আফ্রিকান ম্যারিয়াস এরাসমাস। অপর আম্পায়ার এখনও নির্ধারিত হয়নি। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার এরাসমাস আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ২০০৬ সালে। টেস্ট ক্রিকেটে এই পর্যন্ত ৫১টি, ওয়ানডেতে ৮০টি ও ২৬টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি।

থার্ড আম্পায়ার: রড টাকার।
ম্যাচ রেফারি: ডেভিড বুন।

এসএ