‘নিজেকে এত সস্তা ভাবি না’

এশিয়া কাপের আরেকটি ফাইনাল। ট্রফি জেতার আরেকটি সুযোগ। আগেও বেশ কয়েকবার এই ট্রফি ধরার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। যেন তীরে তরী ডুবিয়ে দেয়ার মত ঘটনা। দেশের ইতিহাসের সেরা অধিনায়ক হলেও ট্রফির ছোঁয়া পায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
এবার কি ঘুচবে সেই খরা? প্রশ্ন, কৌতুহল সবই আছে। কিন্তু মাশরাফির মনে নেই তেমন কোনো তাড়না। স্রেফ ট্রফি দিয়ে যে বিচার করতে চান না নিজেকে।
মাশরাফি বলেন, প্রথমত আমি আমার নিজেকে এত সস্তা ভাবি না যে একটা ট্রফি দিয়ে নিজেকে বিচার করব। দ্বিতীয়ত, ক্রিকেট একটা ট্রফির জন্য খেলি না। দলের জন্য একটা ট্রফি হয়ত গুরুত্বপূর্ণ। আজ হোক বা কাল, কোনো একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ ট্রফি পাবে।
মাশরাফির মতে, দেশের ক্রিকেটের স্বার্থে বাংলাদেশের একটি ট্রফি জয় প্রয়োজন। কিন্তু এখানে ব্যক্তিগত চাওয়ার কিছু নেই। ট্রফির প্রয়োজন এইজন্য যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ক্রিকেটে আসবে বা দলেও যারা তরুণ ক্রিকেটার আছে, যারা অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-১৬ খেলছে, তারা আরও অনুপ্রাণিত হবে দল ট্রফি পেলে। সেদিক থেকে বলতে পারেন বাংলাদেশের একটি ট্রফি দরকার। কিন্তু সেটি যে এখনই লাগবে বা কালকে না হলে সমস্যা হবে, সেটা নয়।
এশিয়া কাপের ফাইনালে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষ চার আসরে বাংলাদেশের এটি তৃতীয় ফাইনাল। গত আসরে অধিনায়ক ছিলেন মাশরাফিই। বাংলাদেশ জিততে পারেনি একবারও। এছাড়াও দেশের মাটিতে গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি। ফেভারিট হয়েও ফাইনালে জিততে পারেনি বাংলাদেশ।
এশিয়া কাপ তাই দেশের ক্রিকেটের জন্য যেমন, তেমনি অধিনায়ক মাশরাফির খরা কাটানোর বড় সুযোগ। কিন্তু নিজের আয়নায় দাঁড়িয়ে মাশরাফি একটি ট্রফির প্রয়োজন বোধ করেন না মোটেও। দুবাইয়ে ফাইনালের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, দলের জন্য ট্রফি দরকার, নিজের জন্য নয়।
এমএ