ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ফাইনাল ম্যাচ সম্পর্কে আগেই জানিয়ে দিলেন ম্যাশ


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৯

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে আছে মাশরাফি-মুশফিকরা। শুক্রবার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত।

ফাইনাল ম্যাচ সম্পর্কে এক বার্তা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, আমরা আগের থেকে অনেক ভালো খেলছি। ২০১১-২০১২ সালের দিকে তেমন কোন ম্যাচ জিততাম না। কিন্তু বাংলাদেশ এখন অনেক ভাল খেলছে।অনেক শক্তিশালী দলকে হারাচ্ছে।

আগামীকালের (শুক্রবার) ম্যাচ সম্পর্কে তিনি বলেন, আমরা আমাদের সেরাটা দিতে পারলে অনেক ভাল একটা ম্যাচ হবে।

এমএ