ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


মাশরাফিকে নিয়ে যা লিখল ‘আনন্দবাজার’


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৯

মাশরাফির এক ক্যাচেই ম্যাচে ফিরল বাংলাদেশ। আগের দুই ম্যাচ আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন শোয়েব মালিক। দলের বিপর্যয়ে দাঁড়িয়ে গেলেন পাকিস্তানি এ অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিকেটার। উইকেটে থিতু হওয়া সেই শোয়েব ফিরলেন মাশরাফির দুর্দান্ত ক্যাচে। মাশরাফির এমন পারফরমেন্সে লিখেছে ভারতের বিখ্যাত বাংলা সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’।

নতুনসময়ের পাঠকদের উদ্দেশ্যে মাশরাফিকে নিয়ে আনন্দবাজারের প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো:

‘ক্যাচেস উইনিং ম্যাচেস! ক্রিকেটের প্রাচীন প্রবাদ। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বুধবার আবু ধাবিতে যার সেরা উদাহরণ হয়ে উঠল বাংলাদেশ অধিনায়ক মাশরফি মর্তুজার ক্যাচ।’

‘২৪০ রানের জয়ের লক্ষ্য তাড়া করে সরফরাজ আহমেদের পাকিস্তান তিন উইকেট খুইয়ে বসেছিল ১৮ রানে। চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে ইমাম-উল-হকের জুটি যখন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে, তখনই অসাধারণ দক্ষতায় শোয়েবের ক্যাচ নেন মাশরফি।’

‘রুবেল হোসেনের বল মিড উইকেটে একটু তুলেই মেরেছিলেন শোয়েব। অবিশ্বাস্য ভঙ্গিতে বাঁ-দিকে কার্যত পাখির মতো উড়ে গিয়ে বল তালুবন্দী করেন মাশরফি। পড়ে গিয়েও বাঁ-হাত থেকে বল ছাড়েননি তিনি। মাশরফিকে এই ক্যাচ ধরতে দেখে অবাক হয়ে পড়েন খোদ শোয়েব। তখন তিনি ৩০ রানে খেলছিলেন।’

‘২০.১ ওভারে ৮৫ রানে ফিরছিলেন শোয়েব। পাকিস্তান এই ধাক্কা আর সামলাতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে তারা তোলে ২০২ রান। ৩৭ রানে জেতে বাংলাদেশ। ওঠে এশিয়া কাপের ফাইনালে। মাশরফি ওই ক্যাচ না নিলে যা হয়তো নাও হতে পারত।’

এমএ