জুভেন্টাসকে জেতালেন দিবালা-রোনালদো

পাওলো দিবালার গোলে ও ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে বোলোগনাকে ২-০ গোলে হারায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন ব্লেইস মাতুইদি। ইতালিয়ান সিরিআ লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে জুভেন্টাস।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে এদিন ১১ মিনিটে দিবালার গোলে এগিয়ে যায় জুভিরা। পরে ১৬ মিনিটে মাতুদির গোলে দারুণভাবে সহায়তা করেন আগের ম্যাচে গোল করা রোনালদো।
ম্যাচের বাকি সময় অবশ্য আর কোনো গোল করতে না পারা জুভেন্টাস ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
৬ ম্যাচ শেষে সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে জুভেন্টাস।
আরআইএস