ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


চলছে টাইগার তাণ্ডব


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২৮

আনপ্রেডিকটেবল! কথাটা এতদিন পাকিস্তানের বিপক্ষেই বলা হল। কিন্তু এশিয়া কাপের সেমিফাইনালের টাইগার বোলিং তান্ডব দেখে যে কেউ তকমাটা পাল্টে দিতে পারে। শুরুতেই মেহেদী মিরাজ আঘাত হানে পাক সিবিরে। নিজের প্রথম ওভারেই ফাকার জামানকে ফিরিয়ে দিয়ে ভক্তদের জানান দেন আজ দিন বাংলাদেশে। এর পরেই শুরু হয় মোস্তাফিজ ঝড়। ইনফর বাবর আজম ও সারফারাজ আহম্মেদকে নিজের কাটারে বোকা বানিয়ে পাঠিয়ে দেন সাজ ঘরে। পাকিস্তানের সংগ্রহ তখন ১৮ রানে তিন উইকেট।

প্রত্যাশামাফিক সংগ্রহ স্কোরবোর্ডে জমা না করার পরে বোলিংয়ে যেমন শুরুর প্রয়োজন ছিল ঠিক তেমনটাই এনে দিলেন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ দেখিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটসম্যানকে।

বাংলাদেশের করা ২৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলেই মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে মিড অনে দাঁড়ানো রুবেল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন ফাখর জামান। ৪ বল খেলে মাত্র ১ রান করতে পেরেছেন তিনি।

পরের ওভারের দ্বিতীয় বলেই পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে সাজঘরের ঠিকানা দেখান মোস্তাফিজ। বাঁহাতি কাটার মাস্টারের মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারিতে লিগ বিফোরের ফাঁদে পড়েন বাবর।

আউট হওয়ার আগে ৩ বল খেলে ১ রান করতে পেরেছেন বাবর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১ রান। খেলছেন অধিনায়ক সরফরাজ আহমেদ ও ওপেনার ইমাম উল হক।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯৯ রান করেছেন মুশফিক। মিঠুনের ব্যাট থেকে এসেছে ৬০ রানের ইনিংস।

এসএ