মুস্তাফিজি-মিরাজে কাঁপছে পাক শিবির

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসার মোস্তাফিজুর রহমান। এর আগে পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ফখর জামানকে বিদায় করে দেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ।
মাত্র ২ রান তুলতেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। মিড অনে তুলে মারতে গিয়েছিলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। কিন্তু বল গিয়ে জমা হয় রুবেল হোসেনের হাতে।
এর পর ৩য় ওভারে এসে পাক ক্যাপ্টেন সরফরাজকে তুলে নেন মুস্তাফিজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯ রান পাকিস্তানের।
এসএ