করোনা সংক্রমণে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবল কোচ

করোনাভাইরাস সংক্রমণের ফলে এবার প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার। করোনাভাইরাস সংক্রমইের পাশাপাশি আরেক মরণব্যাধি লিউকেমিয়াতেও ভুগছিলেন তিনি। স্পেনের স্থানীয় সময় রোববার রাতে মারা যান ২১ বছর বয়সী এ কোচ। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, রোববার রাত ৮টার দিকে মালাগা রিজিওনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গার্সিয়া।
স্পেনের মালাগা শহরের ক্লাব অ্যাথলেটিকো পোর্তাদো আলতার জুনিয়র দলের কোচ হিসেবে কাজ করতেন গার্সিয়া। তিন মৌসুম ধরে এ দায়িত্ব পালন করছিলেন তিনি।স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে ভাবা হয়েছিল প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার। কিন্তু ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তিনি। এর পরই জানা যায়, আগে থেকেই লিউকেমিয়া রোগে আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, ‘প্রয়াত কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার প্রতি শ্রদ্ধা। সমবেদনা জানাই তার পরিবারের প্রতি। তোমাকে ছাড়া আমরা কীভাবে এগিয়ে যাব ফ্রান্সিসকো? যখন প্রয়োজন হয়েছে, তখনই আমাদের পাশে থেকেছো তুমি। জুনিয়রদের মধ্যে ফুটবল প্রসারে তোমার অবদান ভুলব না। শান্তিতে থেকো।’
নতুনসময়/আইকে