ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


মিঠুন-মুশফিকে প্রতিরোধ


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৪

স্কোর বোর্ডে ১২ রান তুলতেই সাজ ঘরে তিন ব্যটসম্যান। ০,৫,৬ এটা কারো ফোন নম্বর ভেবে ভুল করবেন না। এগুলো সৌম্য, মমিনুল এবং লিটন দাসের রান সংখ্যা। পাকিস্তানের গতির কাছে মতিভ্রম হয়ে সাজ ঘরে ফেরার মিশিল চলছিল টাইগার একাদশে। জোনায়েদ খান এবং শাহীন শাহ বল গুলো তোপের গোলা হিসেবেই দেখছিল বাংলাদেশ ব্যাটসম্যানেরা। শুরুর ধাক্কা সামলে মিঠুন এবং মুশফির রহিম খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৫ ওভারে ১১৩/৩ মুশফিক ৫৪* মিঠুন ৪৪*

দ্রুত ৩ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়েছে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে। দুই জনে চতুর্থ উইকেটে গড়েছেন পঞ্চাশ রানের জুটি। লেগ স্পিনার শাদাব খানকে রিভার্স সুইপ করে চার হাঁকিয়ে জুটির রান পঞ্চাশে নিয়ে যান মুশফিক। দলের বিপদে আরও একবার বুক চিতিয়ে লড়ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

শুরুতে বেশ ভুগেছেন মিঠুন। দশম বলে রানের খাতা খোলার পর ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন তিনি। খেলছেন মুশফিককে স্ট্রাইক দিয়ে। ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করে চতুর্থ উইকেট জুটির রান। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৬৩/৩। মুশফিক ৩৪ ও মিঠুন ১৬ রানে ব্যাট করছেন।

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। পিচ রিপোর্টে রমিজ রাজা বলেছেন, ২৫০ রান লড়াইয়ের জন্য যথেষ্ট হবে।

এসএ