ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


টি২০ সিরিজও বাংলাদেশের


১২ মার্চ ২০২০ ০৪:৩০

সফরকারী জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ জয়ের পর টি-২০ সিরিজও নিজেদের করে নিলো বাংলাদেশ।

বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছেন টাইগাররা।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের জয় পায় বাংলাদেশ।

আজকের ম্যাচে টসে জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৯* রান করেন ব্রেন্ডন টেইলর। ৪৮ বলে ১টি ছক্কা ও ৬টি চারে ইনিংসটি সাজান এ ওপেনার। এছাড়া ক্রেগ আরভিন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস উপহার দেন।

টাইগারদের পক্ষে মোস্তাফিজ ও আল-আমিন ২টি করে এবং মেহেদী হাসান, আফিফ হোসেন ও সাইফউদ্দিন প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

এই ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

১২০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে মোহাম্মদ নাঈম ৩৩ রানে আউট হলেও অপরাজিত থাকেন লিটন দাস (৬০) ও সৌম্য সরকার (২০)।